ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরার সংবাদ মাধ্যমে হাসিনা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
ত্রিপুরার সংবাদ মাধ্যমে হাসিনা

আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার শপথ গ্রহণকে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ত্রিপুরার সংবাদ মাধ্যম। সোমবার প্রকাশিত রাজ্যের প্রায় সবকটি সংবাদপত্রের প্রধান খবর হিসাবে বাংলাদেশের এই খবরটি স্থান পেয়েছে।



আগরতলা থেকে প্রকাশিত এবং উত্তরপূর্ব ভারতের সর্বাধিক প্রচলিত সংবাদ পত্র ‘দৈনিক সংবাদ’ তাদের প্রধান খবর করেছে শেখ হাসিনার শপথ অনুষ্ঠানকে। ঐ পত্রিকায় শিরোনামে বলা হয়েছে, ‘নয়া ইনিংস’। এই পত্রিকাতেই দ্বিতীয় খবরে শিরোণামে বলা হয়েছে, ‘ফের প্রধানমন্ত্রী হাসিনা, ভারতের অভিনন্দন’।

সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির মুখপত্র এবং ত্রিপুরার দ্বিতীয় সর্বোচ্চ প্রচারিত সংবাদপত্র ‘ডেইলি দেশের কথা’ সোমবার তাদের প্রথম খবর হিসাবে ছেপেছে বাংলাদেশের শপথ গ্রহণ অনুষ্ঠানকে। এই পত্রিকার শিরোনামে ছাপা হয়েছে, ‘জাতীয়-আন্তর্জাতিক কোন চাপের কাছে নতি স্বীকার নয়, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে বললেন হাসিনা’।

তাছাড়া আগরতলা থেকে প্রকাশিত স্যন্দন, আজকের ফরিয়াদ, আজকাল, ত্রিপুরা টাইমস, ত্রিপুরা অবজারভার, বিবিধ সংবাদপত্রগুলোর সংবাদ শিরোনাম হিসাবে স্থান পেয়েছে শেখ হাসিনার শপথ গ্রহণ অনুষ্ঠান।

আজকের ফরিয়াদ তাদের প্রথম পাতায় এই খবর প্রকাশ করে শিরোনাম দিয়েছে, ‘হাসিনার ইতিহাস’। আগরতলার  বিভিন্ন টিভিচ্যানেলে রবিবার রাতেই বেশ গুরুত্ব দিয়ে বাংলাদেশের এই খবর সম্প্রচার করে।  

এমনকি ত্রিপুরা থেকে চলা বিভিন্ন নিউজ পোর্টালেও স্থান পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের খবর।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪,
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডিটর কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।