ঢাকা: সিরিয়ায় যুদ্ধবিরতির ব্যাপারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা চলছে। আলোচনায় অগ্রগতিও হয়েছে।
প্যারিসে সোমবার এ নিয়ে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বৈঠকে জাতিসংঘ ও আরব লীগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমিও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কেরি বলেন, ‘আমরা যুদ্ধবিরতিতে উৎসাহিত করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছি। ’
প্রথম দিকে আলেপ্পো এলাকাকে যুদ্ধবিরতি আওতায় আনা হতে পারেও বলে জানান তিনি।
কেরির সঙ্গে আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন সার্গেই ল্যাভরভ।
তবে তিনি চলতি মাসের শেষের দিকে জেনেভা-২ আলোচনায় ইরানকে যুক্ত করার বিষয়টি ওপর আরও একবার গুরুত্ব দেন।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, কেরির মত হচ্ছে, ইরানকে আলোচনায় ‘স্বাগতম’ যদি সে যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়।
বাংলাদেশ সময়:১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর