ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে আবারো বার্ড ফ্লু, দুই ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
চীনে আবারো বার্ড ফ্লু, দুই ব্যক্তির মৃত্যু

ঢাকা: এবার বছরের শুরুতেই বার্ড ফ্লুতে (এইচ৭এন৯) আক্রান্ত হয়ে চীনে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।



গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডু প্রদেশে এক ব্যক্তির মৃত্যুর পর বিষয়টি পুনরায় আলোচনায় আসে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, গত মাসে চীনের পশ্চিমাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশে ৭৫ বছর বয়সী লি (ছদ্মনাম) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া ৯ জানুয়ারি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশে ঝুংয়ি (৩৮) নামে অপর এক ব্যক্তির মৃত্যু হয়।

বার্ড ফ্লুতে (এইচ৭এন৯) আক্রান্ত হয়ে তারা মারা গেছেন বলে চিকিৎসকদের ধারণা।

গত বছরের ফেব্রুয়ারিতে চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া ভাইরাসটি জুনের শেষ দিকে এসে থেমে যায়। আর শীতের কারণে ২০১৪ সালের শুরুতেই ভাইরাসটির প্রকোপ পুনরায় দেখা দিয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে ছড়িয়ে পড়া নতুন এ ভাইরাসে অক্টোবরে সর্বশেষ রেকর্ড অনুযায়ী চীনে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানায় চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এছাড়া হংকংয়ে চলতি বছর এ ভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় : ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।