ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দ.সুদানে ফেরি ডুবে দুই শতাধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, জানুয়ারি ১৪, ২০১৪
দ.সুদানে ফেরি ডুবে দুই শতাধিক প্রাণহানি

ঢাকা: চলমান সংঘাত থেকে রক্ষা পেতে পালিয়ে যাওয়ার সময় দক্ষিণ সুদানের নাইলে ফেরি ডুবে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে ফিলিপ আগুয়ার নামে এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এদিকে, দক্ষিণ সুদান সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাতে সাড় তিন লাখ মানুষ বাড়িঘর ছেড়েছেন বলে জাতিসংঘের (ইউএন) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

সংঘাতে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে বলেও জানায় ইউএন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংঘাত ও রক্তক্ষয়ী যুদ্ধের পর ২০১১ সালে সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।