ঢাকা: নিজের ওজন কতো হবে? ৭০-৮০ কেজি। অথচ এর চেয়ে অনেকগুণ বেশি ওজনের গাড়ি কেবল চুল দিয়েই টানতে পারেন পোল্যান্ডের বাসিন্দা ‘অ্যানাস্তাসিয়া ফোর’!
ভিডিও চিত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, অ্যানাস্তাসিয়া তার চুলে বেঁধে চার মেট্রিক টন ওজনের (৪ হাজার কেজি) গাড়িকে টেনে নিয়ে যেতে পারেন অনেক দূর! এই দুঃসাধ্য রেকর্ডের জন্য ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকডর্স’ কর্তৃপক্ষ স্বীকৃতিও দিয়েছে তাকে।
অথচ, ক’দিন আগেও একটা চাকরির জন্য হন্যি হয়ে ঘুরেছেন এই বিস্ময়কন্যা।
তিনি মনে করতেন, তার মত চুল আর কারও নেই। তার চুল যা পারে তা কেউ পারে না। কিন্তু তাতেও কারও মন ভিজতো না।
চাকরি না পেয়ে অ্যানাস্তাসিয়া সার্কাসের দলে ঢোকেন। চুলের জোর দেখিয়েই এখন গোটা বিশ্বের নজরে তিনি।
প্রাণরসায়ণের শিক্ষার্থী অ্যানাস্তাসিয়ার জন্ম পোলান্ডে হলেও পড়াশোনার জন্য লন্ডনে চলে আসেন তিনি। পড়াশোনার ফাঁকে ফাঁকে নিজের চুলের কেরামতি দেখাতে থাকেন তিনি। এমন এমন কাণ্ড তিনি অনায়াসে করে দেখাতে থাকেন যে, খ্যাত খ্যাত পালোয়ানরাও সেসব কাজ করতে গিয়ে ভড়কে যান।
৪ টন ওজনের গাড়ি চুল দিয়ে টেনে নেওয়ার রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে ৫৩ কেজির এক মানুষকেও কেবল চুল দিয়ে শূন্যে তুলে আবার নামিয়ে দেখান অ্যানাস্তাসিয়া। বিস্ময়কন্যাকে এই রেকর্ডেরও স্বীকৃতি দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর