ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জানুয়ারি ১৫, ২০১৪
ইরাকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদ ও বাকুবা শহরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে পৌছেছে। দেশটির সরকারি কর্মকর্তা ও পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর নিশ্চিত করেছে।



বৃহস্পতিবার সিরিজ বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটে।

এদের মধ্যে বাকুবা শহরে সরকার সমর্থক একজন সুন্নির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান লক্ষ্য করে আত্মঘাতী হামলায় ১৬ জন নিহত হয়। অন্যদিকে বাগদাদে হামলায় নিহত হয় আরো ২২ জন। বোমা হামলার জন্য হামলাকারীরা সাতটি গাড়ি ব্যবহার করে।

সাম্প্রতিককালে ইরাকে সাম্প্রদায়িক হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ বলছে, বিভিন্ন হামলায় গেল বছর ৭ হাজার ৮’শ ১৮ জন বেসামরিক মানুষ নিহত হয়। এছাড়া আরো ১ হাজার ৫০ জন নিরাপত্তা কর্মী নিহত হয়। শুধুমাত্র ডিসেম্বরেই কমপক্ষে ৭৫৯ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।