ঢাকা: সিরিয়ায় তিন বছর ধরে চলা সংকট নিরসনে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা অংশ নিয়েছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের বলেছেন, তারা ভয়ানক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তবে ‘নতুন যাত্রা’র সুযোগ এখনও রয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি কোনো ধরনের ইতিবাচক ফল প্রত্যাশা করা যাচ্ছে না।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা ছাড়ার ইস্যুতে সিরিয়ার সরকার বা বিদ্রোহীরা কেউ ছাড় দিতে রাজি নয়। আলোচনায় আরও প্রভাব ফেলেছে সিরিয়ার সরকারের বিরুদ্ধে নতুন করে গণ অত্যাচার ও হত্যার অভিযোগ।
সংকট শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো সিরিয়ার সরকার ও বিরোধী দল মুখোমুখি আলোচনায় অংশ নিচ্ছে।
শান্তি আলোচনার উদ্বোধনী বক্তব্যে বান কি মুন অংশ নেওয়া সব পক্ষকেই ‘গুরুত্ব দিয়ে ও গঠনমূলকভাবে’ ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন।
সিরিয়ার সরকার-বিদ্রোহী, মধ্যস্থতাকারীসহ প্রায় ৩০ থেকে ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিচ্ছেন।
বান কি মুন বলেন, ‘আমরা জানি সমাধানে পৌঁছানোর খুবই কঠিন হয়েছে। আমরা অনেক মূল্যবান সময় ও অনেক জীবন হারিয়েছি। ’
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪