ঢাকা: বানরকে বেশ বিরক্ত করছিলো মালয়েশিয়ার এক শিশু। খানিকক্ষণ বাদে অতিষ্ট হয়ে শিশুটিকে একেবারে কামড়েই দিলো বানরটি।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সপ্তাহ খানেক আগে বানরের কামড়ে জখম হওয়া শিশুটির বাম হাত স্থায়ীভাবে অকেজো হয়ে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শিশুটির বাবা ব্যবসায়ী সাহারুদীন আবু সামাহ জানান, ১৪ জানুয়ারি মালয়েশিয়ার মালাক্কা দ্বীপে অবস্থিত জেলা শহর আলোর গাজাহ’র তানজাং বিদারা সমুদ্র সৈকতে বানরের সঙ্গে দুষ্টুমি করার সময় শিশুটিকে কামড়ে দেয় বানরটি।
আলিফ ইরফান নামের ওই শিশুটি এখন মালাক্কা হসপিটালে চিকিৎসাধীন। তার বাম হাতের আঙ্গুলসহ বেশ কিছু স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪