ঢাকা: ইউরোপ-আমেরিকায় যখন তীব্র শীতে জনজীবন ব্যাহত তখন অস্ট্রেলিয়াবাসী গরমে অতিষ্ঠ। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের তাপাত্রা ৪০ ডিগ্রি সে.।
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে এক কানাডিয়ান প্লেয়ার ফ্রাংক ডানসেভিক খেলা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া এক বলবয় তাপের কারণে অজ্ঞান হয়ে পড়েন। সেখানে তাপাত্রা ৩০ ডিগ্রির ওপরে।
ছেলেমেয়েরা হাফ ছেড়ে বাঁচার জন্য পানি নিয়ে খেলছে। চিকিৎসকার স্বাস্থ্যের উপরও নজর রাখার জন্য পরামর্শ দিয়েছেন।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার পশ্চিমে দাবানলে অর্ধশত বাড়ি পুড়ে যায়। ইতোমধ্যে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে রেকর্ড তাপমাত্রা (৪৫.১ সে.) ছুঁয়েছে। তাসমানিয়ায় গরমে রাস্তার পিচ গলে যাচ্ছে।
বাংলাদেশে সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর