ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

তীব্র গরমে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, জানুয়ারি ১৫, ২০১৪
তীব্র গরমে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

ঢাকা: ইউরোপ-আমেরিকায় যখন তীব্র শীতে জনজীবন ব্যাহত তখন অস্ট্রেলিয়াবাসী গরমে অতিষ্ঠ। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের তাপাত্রা ৪০ ডিগ্রি সে.।

গরমের তীব্রতার কারণে যেকোনো সময় আগুন লাগার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তাছাড়া যেকোনো স্থানে আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।


মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে এক কানাডিয়ান প্লেয়ার ফ্রাংক ডানসেভিক খেলা চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া এক বলবয় তাপের কারণে অজ্ঞান হয়ে পড়েন। সেখানে তাপাত্রা ৩০ ডিগ্রির ওপরে।


ছেলেমেয়েরা হাফ ছেড়ে বাঁচার জন্য পানি নিয়ে খেলছে। চিকিৎসকার স্বাস্থ্যের উপরও নজর রাখার জন্য পরামর্শ দিয়েছেন।


গত সপ্তাহে অস্ট্রেলিয়ার পশ্চিমে দাবানলে অর্ধশত বাড়ি পুড়ে যায়। ইতোমধ্যে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানী অ্যাডিলেডে রেকর্ড তাপমাত্রা (৪৫.১ সে.) ছুঁয়েছে। তাসমানিয়ায় গরমে রাস্তার পিচ গলে যাচ্ছে।

বাংলাদেশে সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।