ঢাকা: প্রায় ৪০ বছর ধরে গৃহপরিচারক হিসেবে কাজ করেছেন। মনিবের প্রতি ছিলেন অনুগত।
গুজরাটের সাবেক কংগ্রেস নেতা গজরাজ সিং জাদেজা তার সহায়-সম্পত্তি কোনো আত্মীয়কে দিয়ে যান নি। তিনি নিজের সবকিছু দান করেছেন গৃহপরিচারক বিনুভাই কানজিভাই জয়পালকে।
জাদেরজার সম্পদের মধ্যে রয়েছে বাড়ি-গাড়ি, জমি, নগদ অর্থ ও অন্যান্য সম্পত্তি। এগুলো এখন সবই জয়পালের। এসব প্রায় ৬শ কোটি রুপি সমমূল্যের (৭৫৮ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ টাকা)।
গত সেপ্টেম্বরে মারা যান জাদেজা। তিনি ছিল চিরকুমার। মৃত্যুর আগে নিজের সহায়-সম্পত্তি জয়পালকে উইল করে দেন তিনি।
জাদেজার মৃত্যুর পর বিষয়টি জানতে পারেন জয়পাল। জয়পাল কখনই কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতেন না। কিন্তু মনিব তাকে তাই করে দিয়ে গেছেন। তিনি বলেন, ‘আমার জন্য গজরাজ সিং অঢেল সম্পত্তি রেখে গেছেন, পুরো সম্পত্তির হিসাব আমার কাছে নেই। ’
নিজে বিয়ে না করলেও জাদেজা জয়পালকে বিয়ে দিয়েছেন। তিনি জয়পালের ছেলে-মেয়েকে পড়াশোনাও করিয়েছেন। উচ্চশিক্ষার জন্য জয়পালের ছেলে-মেয়েদের যুক্তরাজ্যে পাঠিয়েছেন।
জাদেজার মৃত্যুর পর শুধু জয়পাল ও তার পরিবারই জানত, তারা এখন জাদেজার সম্পত্তির মালিক। সম্প্রতি জাদেজার আত্মীয়-স্বজনরা জানতে পারেন। জাদেজার ভাইয়ের পরিবার কোনোভাবে বিষয়টি মেনে নিতে পারেন নি। এমনকি জয়পাল ও তার পরিবারকে অপহরণ করা হয়।
কয়েকদিন আগে জয়পালের পরিবারকে উদ্ধার করে পুলিশ। জয়পাল বলেন, ‘আমি জানি না কেন তারা আমাদের অপহরণ করছে। (জাদেজার) ভাতিজা ও তার পরিবার এখানে এসে আমাদের হুমকি দেয়। ’
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর