লন্ডন: জানুয়ারি মাসের তৃতীয় সোমবার সবচেয়ে হতাশার দিন। দিনটাকে বলা হয় ব্লু মানডে।
এই দিনটিকে এমন দিন হিসেবে বেছে নেওয়ার কারণ হচ্ছে, বড়দিন পরবর্তী ঋণের বোঝা, নতুন বছরে অঙ্গীকার পালনে ব্যর্থতা, গ্রীষ্মের আরামপ্রদ উষ্ণতাকে ‘দূর পরবাসে’ পাঠিয়ে ব্রিটেনের বাজে আবহাওয়া।
তবে দাতাসংস্থা অ্যাকশন এইডের অর্থায়নে পরিচালিত জরিপে দেখা গেছে, এরকম সব হতাশার দিনে প্রয়োজনে কাউকে সহায়তা করে, নিজের সম্পর্কে অপ্রত্যাশিত প্রশংসার কথা শুনে ও সমুদ্রের গর্জন শুনে শরীর-মন চাঙ্গা ও উৎফুল্ল করা যায়।
নীল কষ্টের ছোবল থেকে মুক্তি দিতে অ্যাকশন এইড লন্ডনের ফিন্সবারি এভিনিউ স্কয়ারে আয়োজন করেছে হ্যাপি বাবল। এই দিন মজার মজার অনেক কিছু বিনামূল্যে সোমবার সকাল ৭ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১