কলকাতা; ইসলাম ধর্মে জ্যোতিষীর ভবিদ্যদ্বাণী নিষিদ্ধ--এই মর্মে ফতোয়া জারি করল ভারতের মুসলিম সমাজের মধ্যে সবচেয়ে প্রভাবশালি সংগঠন উত্তর প্রদেশের দারুল উলম দেওবন্দ।
সোমবার এই ফতোয়া জারি করে বলা হয়েছে, যদি কোনো ইসলাম ধর্মাবলম্বী কোনো বিষয়ে ভবিষ্যদ্বানী করেন, তাহলে ৪০ দিন ধরে সে নামাজে অংশগ্রহণ করতে পারবেন না।
ইসলাম ধর্মের আরও একটি সংগঠন শারিয়াও দেওবন্দের এই ফতোয়া সমর্থন করে জানিয়েছে জ্যোতিষীর ভবিষ্যদ্বানী নিষিদ্ধ করা হোক।
দারুল ইসলাম দেওবন্দের কাছে জানতে চাওয়া হয়েছিল, মহান নবী (সা.) আবু জাহালের মৃত্যুর ভবিষ্যদ্বানী করেছিলেন, তাই এটা ঠিক কি না? এই প্রসঙ্গেই দেওবন্দ জানায়, মহান নবী আল্লাহর রসুল। তিনি শুধু জাহালের মৃত্যুর সময় ও স্থানের কথা বলেছিলেন।
এই ফতোয়ার পাশাপাশি ব্যাংকে জমানো টাকার সুদ নেওয়ার ক্ষেত্রেও ফতোয়া দিয়েছে দেওবন্দ। তবে এও বলা হেেয়ছে, ঋণ শোধের কারণে ব্যাংকের জমানো টাকার সুদ গ্রহণ করা যেতে পারে।
দেওবন্দের তরফে মৌলানা খালিদ রশিদ ফতোয়া জারি কারণ ব্যাখা করে বলেছেন, ইসলাম ধর্মের আর্দশ প্রসঙ্গে সাধারণের নানা জিজ্ঞাসার সমাধানের কারণেই ফতোয়া জারি করা হয়। এর অর্থ কোনো আদেশ বা মতামত দেওয়া নয় বরং অনেকাংশে পবিত্র কুরআনের ও হাদিসে উল্লেখিত আদেশের সঠিক ব্যাখা।
ভারতীয় সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১