ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুড়ঙ্গের ভেতর আটকে আছেন তিনি পাঁচদিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১
সুড়ঙ্গের ভেতর আটকে আছেন তিনি পাঁচদিন

উদয়পুর: গত পাঁচ দিন ধরে একটি সুড়ঙ্গে আটকে আছেন নারায়ণ। উদয়পুর থেকে ৪০ কিলোমিটার দূরে কর্মস্থলে কাজ করার সময় মাটি ভেঙে নিচে পড়ে যান তিনি।

এর পর থেকেই নারায়ণের দুর্দশার শুরু। খবর এনডিটিভির।

গত বৃহস্পতিবার বিকালে মাটির ২০০ ফুট নিচে নারায়ণ সুড়ঙ্গ খোঁড়ার কাজ করছিলেন। দেওয়াস পানি প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার কাজে নিয়োজিত ছিলেন। ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরে এ ঘটনাটি ঘটেছে।

কাজ করার সময় হঠাৎ সুড়ঙ্গের মাটি ভেঙ্গে পড়ে এবং আটকে পড়েন নারায়ণ। তবে মাটির নিচে আটকে পড়লেও তার চারপাশে ৯ মিটার খোলা জায়গা থাকায় সেখানে হাঁটা-চলায় সমস্যা হয়নি। এ মুহূর্তে উদ্ধার কাজ পুরোদমে চলছে।

নারায়ণের কাছে পৌঁছাতে ২২ মিটারের সুড়ঙ্গ খোঁড়ার প্রয়োজন হলেও এখন পর্যন্ত খোঁড়া হয়েছে মাত্র ৭ মিটার।

তবে এরইমধ্যে এই সুড়ঙ্গের মধ্য দিয়েই পাইপ পাঠিয়েছেন উদ্ধার কর্মকর্তারা যার মধ্য দিয়ে আপাতত নারায়ণের সঙ্গে কথাবার্তা ও খাবার পাঠানোর কাজটি সেরে নিচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জানুযারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।