নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী মঙ্গলবার সকালে দুই ঘণ্টা বৈঠক করেছেন। দেশটির মন্ত্রিসভা নতুন করে সাজানোর উদ্দেশ্যে এটিই চূড়ান্ত বৈঠক বলে ধরা হচ্ছে।
সূত্র নিশ্চিত করে জানিয়েছে, নতুন মন্ত্রীরা বুধবার সন্ধ্যায় নিজ নিজ দায়িত্ব বুঝে নেবেন। তবে মন্ত্রিসভায় নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা কম।
আশা করা হচ্ছে, ক্ষমতাসীন ইউপিএ জোটের শরিক ডিএমকের নেতা টি আর বালু মন্ত্রিসভায় ফিরছেন।
রাজ্যের বহিসম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারটি শূন্য রয়েছে। গত বছর ক্রিকেট কেলেংকারির ঘটনায় শশী থারুর পদত্যাগ করলে এখানে কাউকে বসানো হয়নি।
দুর্নীতির অভিযোগে গত নভেম্বরে ডিএমকে নেতা ও টেলিকম মন্ত্রী এ রাজা পদত্যাগ করলে এ মন্ত্রণালয়ের চেয়ারে বসানো হয় কপিল সিবালকে। সিবাল মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেন। তাকে টেলিকম দপ্তর থেকে সরিয়ে নেয়া হতে পারে।
শরদ পাওয়ারের এনসিপি ও মমতা ব্যানার্জির তৃণমুল কংগ্রেসও মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারে বলে আশা হচ্ছে। পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ ও ক্রীড়ামন্ত্রী এমএস গিল তাদের পদ হারাতে পারেন।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১