ঢাকা: মিশরের রাজধানী কায়রোয় পুলিশ সদরদপ্তরের সামনে শক্তিশালী গাড়ি বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫১ জন।
শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যম জানায়, পুলিশ হেডকোয়াটারে বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ছেয়ে যায়। এছাড়া বিস্ফোরণের পরই ওই এলাকায় গুলির শব্দ শোনা যায়।
প্রায় তিন দশক ধরে মিশর শাসন করা স্বৈরশাসক হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির (২০১১ সালের ১১ ফেব্রুয়ারি) তিন বছর পূর্তি উৎসবের প্রস্তুতিকালে এ বিস্ফোরণ ঘটলো। আরব বসন্তের ঢেউয়ে ২০১১ সালে গণঅভ্যুত্থানে পতন ঘটে মোবারকের।
এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪