ঢাকা: ইন্টারনেটের ‘সবচেয়ে ঘৃণিত’ ব্যক্তিকে (মোস্ট হেটেট ম্যান অন দ্য ইন্টারনেট) গ্রেফতার করেছে এফবিআই। হান্টার মুর নামে ওই ব্যক্তিতে যুক্তরাষ্ট্রের দৈনিক টাইম ‘রিভেঞ্জ পর্ন কিং’ বলে উপাধি দিয়েছে।
মুর অবাধে অন্যের সুরক্ষিত কম্পিউটারে প্রবেশ করতে পারতেন। তার বিরুদ্ধে অন্যের ওয়েবসাইটে ঢুকে গোপনীয় ছবি বা ভিডিও চুরি করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিতও হয়েছে। এছাড়া তার এক সঙ্গীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে।
মুর অখ্যাত একজন উদ্যোক্তা। তিনি দাবি করেন ‘ইজএনিওয়ানআপ.কম’ নামে তার একটি ওয়েবসাইটও আছেন। এই সাইটে তিনি মেয়েদের সম্মতি ছাড়াই তাদের আপত্তিকর ছবি আপলোড করে দিতেন।
এমনকি তিনি অন্যদেরও এই সাইটে সাবেক গার্লফ্রেন্ডের ছবি আপলোড করতে উৎসাহিত করতেন। পরে অবশ্য সাইটটি আরেকজনের কাছে হস্তান্তর করে দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪