হাইতি: সম্প্রতি হাইতিতে ফেরত আসা সেদেশের সাবেক স্বৈরশাসক জাঁ কদ দুভালিয়েরের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
২৪ বছর নির্বাসিত জীবন কাটিয়ে গত রোববার দেশে ফিরেছেন দুভালিয়ের।
ফিরে আসার পর দুভালিয়ের পোর্ট-আ-প্রিন্সের পাহাড়ের উপর একটি হোটেলে উঠেছেন।
ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা এবং বিচারকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদেও পর বিচারকরা সিদ্ধান্ত নিবেন তার বিরুদ্ধে অভিযোগের বিচার কার্যক্রম চলবে কিনা।
প্রধান তদন্ত কর্মকর্তা এ্যারিস্টিতাস অগাস্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার বিরুদ্ধে দূর্নীতি, চুরি, তহবিল আত্মসাৎ এবং আরও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া তার শাসনামলে হাজার হাজার মানুষকে হত্যা এবং নির্যাতনের অভিযোগে তার বিচার করার দাবি উঠছিল দীর্ঘদিন ধরে।
তিনি অবশ্য দূর্নীতির অভিযোগ অম্বীকার করেছেন এবং বলেছেন গত বছরের ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিকে সাহায্য করার জন্য তিনি দেশে এসেছেন।
নভেম্বরে প্রেসিডেন্ট ও আইন পরিষদ নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে তিনি দেশে ফিরলেন। এ অবস্থায় দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গণতন্ত্রপন্থীদের প্রবল বিক্ষোভের মুখে ১৯৮৬ সালে ক্ষমতাচ্যুত হন এবং দেশ ত্যাগ করেন দুভালিয়ের।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘন্টা, জানুয়ারী ১৯, ২০১১