ঢাকা: বারাক ওবামার নেতৃত্বে ড্রোন হামলার ৫ বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। এ সময়ে ড্রোনে নিহত হয়েছে কমপক্ষে ২ হাজার ৪’শ জন।
যুক্তরাজ্য ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম বিভিন্ন দেশে ড্রোনে নিহতের সংখ্যা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর নির্দেশে প্রথম ড্রোন হামলা হয়েছিল। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সন্দেহভাজন জঙ্গী নিহত হয়েছিল বলে দাবি করা হয় প্রকৃত ঘটনা হচ্ছে ওই হামলায় কমপক্ষে ১৪ জন বেসামরিক লোক নিহত হয়।
সম্প্রতি ওবামা ড্রোনে বেসামরিক লোকজন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করলেও তিনি এর মাধ্যমে মার্কিনিদের নিরাপত্তা রক্ষিত হচ্ছে বলে দাবি করেন।
এদিকে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বরাবরই যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার তীব্র সমালোচনা করে আসছে। তারা হামলায় নিহতদের ব্যাপারে স্বচ্ছ তদন্ত দাবি করে।
পাকিস্তান, আফগানিস্তান ও ইয়েমেন ড্রোন হামলা করে থাকে যুক্তরাষ্ট্র। নিহতদের অধিকাংশই পাকিস্তানের নাগরিক।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪