ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া ইস্যুতে শান্তি আলোচনা চলছে। এই প্রথমবারের মতো সিরিয়ার বিরোধী দল ও সরকার পক্ষ ‘এক কক্ষে’ মুখোমুখি হতে যাচ্ছে।
জাতিসংঘের প্রতিনিধি লাখদার ব্রাহিমি জানান, শনিবার দুই পক্ষ পাশাপাশি বসে আলোচনা করবে। সিরিয়াকে বাচাতে যে এই আলোচনা হচ্ছে তা উভয় পক্ষই বুঝতে পেরেছে।
এর আগে প্রথম দিনের আলোচনা কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই শেষ হয়। উভয়েই একে অপরকে দোষারোপ করেছে।
সিরিয়ার বিভিন্ন প্রদেশে বর্তমানে বহু মানুষ মানবেতর জীবন যাপন করছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন দ্রুত সাহায্যের জন্য আন্তর্জাতিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাই সার্বিক সিরিয়ার শান্তি আলোচনা নয় বরং অঞ্চলভিত্তিক শান্তি আলোচনার ব্যাপারে জোর দেওয়ার কথাই ভাবা হচ্ছে।
অজ্ঞাত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, আগামী দুই দিন উভয় পক্ষই হোমস শহরে মানবিক সাহায্যের ব্যাপারে আলোচনা করবেন।
সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এক লাখের বেশি লোক নিহত হয়। এ ছাড়া যুদ্ধে ৯৫ লাখ লোক বাস্তুচ্যুত হয়।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪