কলকাতা: বীরভূমের লাভপুরে উপজাতি সম্প্রদায়ের এক তরুণীকে গণধর্ষণ কাণ্ডে স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নোটিশ জারি করল।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন তিন বিচারপতির একটি বেঞ্চ বীরভূমের জেলা বিচারককে ঘটনাস্থলে যাওয়ার এবং তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে।
প্রধান বিচারপতি সদাশিবম ছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এম ওয়াই ইকবাল।
প্রধান বিচারপতি পি সদাশিবম উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘এটা খুবই অস্বস্তিকর একটি খবর। ’ এই ঘটনায় অভিযুক্ত তেরোজন এখন জেল হাজতে। মামলাটি বোলপুর আদালতে ওঠে।
কিন্তু অভিযুক্তদের জেলা পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার দাবি না করায় আদালত তাদের জেল হেফাজত দেয়। ঘটনার কথা জেনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার সি সুধাকরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
কলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরে লাভপুরের একটি গ্রামে ভিন্ সম্প্রদায়ের এক বিবাহিত যুবকের সঙ্গে সম্পর্কের কারণে এক কিশোরীকে সালিশি সভায় দোষী সাব্যস্ত করা হয়।
কিশোরীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে ওই সভা। ওই টাকা দিতে নিজের অক্ষমতার কথা জানালে কিশোরীর উপর ওই নারকীয় অত্যাচার চালানোর নির্দেশ দেওয়া হয়।
তার পর গ্রাম প্রধানের বাড়িতেই অভিযুক্ত তেরোজন কিশোরীটিকে ধর্ষণ করে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত তেরোজনকেই গ্রেফতার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪