ঢাকা: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এসময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেড়িয়ে আসেন।
২০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আদিলাপা শহর থেকে ৮৩ কিলোমিটার দূরবর্তী দক্ষিণ জাভার উপকূলবর্তী সাগরে। ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর ১২টা ১৪মিনিটে আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
ইন্দোনেশিয়ার জলবায়ু এজেন্সির প্রধান প্রকৌশলী সুহারজনো বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল অনেক গভীরে হওয়ায় তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। তবে আমরা বিষয়টির প্রতি গভীর দৃষ্টি রাখছি ।
ইন্দোনেশিয়া টেকটনিক প্লেট সমূহের সংযোগস্থল প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির মতো ঘটনা ঘটে থাকে।
গত বছরের জুলাইয়ে দেশটির সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ৩৫ জন নিহত হন এবং হাজারো মানুষ গৃহহারা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪