ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে হু জিনতাও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে হু জিনতাও

ওয়াশিংটন: চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার যুক্তরাষ্ট্র পৌছেছেন। তিনি এ সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে অর্থনৈতিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করবেন।



হু ওয়াশিংটনের অ্যান্ড্রুস বিমানবাহিনীর ঘাটিতে পৌঁছানোর পর ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তাকে স্বাগত জানান। পরে তাকে ওবামা এবং বাইডনের সঙ্গে নৈশভোজের হু অংশ নেন।

পূর্ব পরিকল্পনানুযায়ী হু বুধবার সকালে হোয়াইট হাউসে তার আনুষ্ঠানিক কাজ শুরু করবেন। সেখানে তিনি একটি স্বাগত অনুষ্ঠানে বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করবেন এবং সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এরপর সন্ধ্যায় বারাক ওবামার আমন্ত্রণে এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন।

এদিকে, হু জিনতাও এই সফরে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি এবং কোরিয়া দীপপুঞ্জে সাম্প্রতিক সমস্যা নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম কিনটন বলেছেন, এই শীর্ষ বৈঠকে বৈশ্বিকভাবে কিভাবে দেশ দুইটি এশিয়ার সঙ্গে সহযোগিতার মাত্রা আরও জোরদার করবে সে বিষয়ে আলোচনা হবে ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।