ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, জানুয়ারি ১৯, ২০১১
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে মেদভেদেভ

পশ্চিম তীর: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে মঙ্গলবার সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। খবর রিয়া নভোস্তির।



মেদভেদেভ পশ্চিম তীরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের বলেন, ‘ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হলে ফিলিস্তিনের নাগরিক, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই লাভবান হবে। ’

মেদভেদেভ ফিলিস্তিনকে সমর্থন করে বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমকে দেশটির রাজধানী করতে রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে।

দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে প্রতিবেশী দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছিল। তবে ইসরায়েল বসতি নির্মাণ স্থগিতের মেয়াদ না বাড়ানোয় ফিলিস্তিন এ আলোচনা থেকে সরে আসে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।