ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরান ও ছয় বিশ্বশক্তি

ইস্তান্বুলে পরমাণু আলোচনা শুরু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
ইস্তান্বুলে পরমাণু আলোচনা শুরু হচ্ছে

ইস্তান্বুল: তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং বিশ্বের ছয়টি শক্তিধর দেশের সঙ্গে দ্বিতীয়বারের মতো শুক্রবার আলোচনা শুরু হচ্ছে। তুরস্কে ইস্তান্বুল শহরে এ আলোচনা হচ্ছে।



গত বছরের ডিসেম্বরে জেনেভোয় এর প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই আলোচনা আলোচনা নির্দিষ্ট কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।

ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং ছয়টি বিশ্বধর দেশ (ব্রিটেন, ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জার্মানি) এ আলোচনায় অংশ নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন ইস্তান্বুলে অনুষ্ঠেয় আলোচনায় শক্তিধর ছয় দেশের নেতৃত্বে দেবেন।

পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান বরাবরই অভিযোগ নাকচ করে আসছে।

প্যারিস ভিত্তিক ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের একজন বিশ্লেষক ব্রনো তেরত্রেই বলেন, ‘পুনরায় আলোচনা অবশ্যই একটি ভাল ব্যাপার। তবে এর ফলাফল নিয়ে এখনই খুব বেশি কিছু আশা করা যায় না। ’

তবে ক্যাথরিন অ্যাশটন বলেন, ‘আমি খুবই পরিষ্কার যে আমরা এখানে পরমাণু বিষয়ে আলোচনার জন্যই এসেছি। ’

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।