লন্ডন: মিতজি নামের একটি জার্মান শেফার্ড কুকুরের নকল পা সংযোজন করা হয়েছে। ইতিহাসে মিতজিই প্রথম কুকুর যাকে নকল পা দেওয়া হল।
তিন বছর বয়সী এই কুকুরটির ডান পা একটি ঘোড়া মাড়িয়ে দিলে তা কেটে ফেলতে হয়। এরপর থেকে মিতজির মালিক ভিভ ডাভিস এবং তার মেয়ে জো র্যান্ডল তার উন্নত চিকিৎসার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন।
ডাভিস বলেন, ‘আমাদের কাছে তিনটি পথ ছিল । তিন পায়ে নিয়েই তাকে বাঁচতে দেওয়া, যন্ত্রণাহীন মৃত্যু অথবা তাকে হাঁটার সুযোগ তৈরি করে দেওয়া। ’ ডাভিসের বাড়ি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডরসেট কাউন্টির ডরচেস্টার অঞ্চলে।
এরপর তাকে সারে কাউন্টির গোদালমিং অঞ্চলের পশুচিকিৎসক ফিটজপ্যাট্রিকের কাছে নেওয়া হয়। তার নেতৃত্বে মঙ্গলবার একটি অপারেশনে মিতজির পায়ে নকল গোড়ালি লাগানো হয়।
ফিটজপ্যাট্রিক তার এই অভিজ্ঞতার কথা বর্ণনা করে বলেন, ‘মিতজির পা লাগাতে গিয়ে সবসময়ই একটি ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে অপারেশন সফল হয়েছে। মিতজি এখন আগের মতো করেই হাঁটতে পারবে। এটি তার স্থায়ী অঙ্গ। তবে এটি শুধুমাত্র পশুর ক্ষেত্রে নয়, মানুষের শরীরেও ভবিষ্যতে এই প্রক্রিয়া ব্যবহার করা যাবে। ’
ফিটজপ্যাট্রিকই প্রথম পশুচিকিৎসক যিনি ইন্ট্রাওসিওয়াস ট্রানসকাটানিয়াস অ্যাম্পুটেশন প্রসথেসিস (আইটিএপি) প্রযুক্তি ব্যাবহার করে কোনো পোষা প্রাণীর নকল পা লাগালেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১