ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোটের আগেই কেন্দ্র দখলে থাই বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
ভোটের আগেই কেন্দ্র দখলে থাই বিক্ষোভকারীরা

ঢাকা: থাইল্যান্ডে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েছে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচন। এরইমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ করছে সরকার বিরোধীরা।



পাশাপাশি আন্দোলনকারীরা ভোটারদের ভোট দিতে বিরত থাকার আহবান জানাচ্ছেন।

এদিকে পূর্ব ব্যাংককে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এর প্রেক্ষিতে রাজধানীসহ বেশ কয়েকটি ভোটকেন্দ্রের আগাম ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রাজধানী ব্যাংককেই ৫০টি কেন্দ্র্রের মধ্যে ৪৮টি স্থগিত করা হয়েছে।

বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের পাশাপশি রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন।

তবে যেকোনো মূল্যেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে সরকার। এর আগে সরকার বিরোধীদের চাপে আগাম নির্বাচনের ঘোষণা দেয় ইংলাক সিনাওয়াত্রা। গেল বছরের জুলাই থেকে দেশটিতে নির্বাচনী সহিংসতায় অন্তত ৯ জন মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।