ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ভালবাসা দিবসের উপহার সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১
ইরানে ভালবাসা দিবসের উপহার সামগ্রীর ওপর নিষেধাজ্ঞা

তেহরান: ভালভাসা দিবস উদযাপন উপলক্ষ্যে কোনো ধরনের উপহার সামগ্রী তৈরি এবং প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। দেশটি মনে করে, এই দিবস পালন করলে ইরানে পাশ্চাত্য সংস্কৃতি ছড়িয়ে পড়বে।

ইরানের গণমাধ্যম বুধবার এ তথ্য জানায়।

প্রতিবছর ১৪ ফ্রেব্রুয়ারি বিশ্বব্যাপি বিশ্ব ভালবাসা দিবস পালিত হয়। ইরান এই দিবস উৎযাপনের কোনো নিষেধাজ্ঞা আরোপ না করলেও পাশ্চাত্য মূল্যবোধ যাতে ছড়িয়ে না পড়ে এ জন্য বারবার সতর্ক করে দিয়েছে। ইরানের ইসলামিক আইন অনুযায়ী অবিবাহিত জুটিদের মেলামেশা নিষিদ্ধ।

এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ‘ভালবাসা দিবস সংক্রান্ত কোনো পোস্টার, ভাউচার, কার্ড এবং বক্সে ভালবাসার চিহ্ণ হিসেবে হার্ট বা লাল গোলাপ রাখা যাবে না। কেউ যদি এই নির্দেশ অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ’

এদিকে, ইরানের সরকারি ছাপাখানা মালিক ইউনিয়ন জানিয়েছে, এই নিষেধাজ্ঞা অনুযায়ী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো কার্ড, বক্স ইত্যাদি উপহার সামগ্রীতে হার্ট এবং লাল গোলাপের কোনো প্রতীক না রাখার নির্দেশ মেনে চলবে।

ছাপাখানা মালিক ইউনিয়নের প্রধান আলি নিকো সুখান সংবাদমাধ্যমকে বলেন, ‘বিদেশি উৎসবকে সম্মান করা মানে পাশ্চাত্য সংস্কৃতির প্রসার। আমাদের দেশের ভালবাসা, দয়া এবং সহমর্মীতার অনেক দিবস আছে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।