ঢাকা: ইতালির রাজধানী রোমের একটি চার্চ থেকে পোপ দ্বিতীয় জন পলের রক্তভর্তি একটি পাত্র ও ক্রস খোয়া গেছে। চোররাই এই পাত্র খুইয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার ইতালির পূর্বাঞ্চলীয় ল্য অ্যাকুইলা নামের ছোট্ট পাহাড়ি শহরের পাশে অবস্থিত পিয়েত্রো দেলা ইয়েনকা নামের এক চার্চে এ ঘটনা ঘটে। তবে পোপের রক্তভর্তি পাত্র ও ক্রস ছাড়া অন্যকিছুই চার্চ থেকে খোয়া যায়নি বলে ব্যাপারটি রহস্যজনক মনে হচ্ছে।
২৭ বছর আগে পোপের দায়িত্ব থেকে অবসর নেওয়া ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ এ ধর্মীয় নেতাকে চলতি বছরের মে মাসে ‘সন্ত’ হিসেবে মনোনীত করার কথা।
তবে চার্চের সিস্টার কুরিয়েরি ঘটনাটিকে ‘চুরি’ না বলে ‘অপহরণ’ হিসেবে মনে করছেন। তার মতে, পরবর্তী সময়ে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পোপের রক্তভর্তি পাত্র চুরি করা হতে পারে।
১৯৮১ সালে ভ্যাটিকানের সেন্ট পিটার্সবার্গ স্কয়ারে পোপ দ্বিতীয় জন পলের ওপর এক গুপ্তহামলায় অনেক রক্তক্ষরণ হয় তাঁর। সে সময় পোপের কিছু রক্ত সংরক্ষণ করা হয়। চুরি যাওয়া রক্তের পাত্রটি সে রক্তের বলে ধারণা করা হচ্ছে।
পোল্যান্ডে জন্ম নেওয়া এ ধর্মগুরু ২০০৫ সালে মারা যান।
বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪