ঢাকা: ২০১৩ সালে বিশ্বব্যাপী একশ’ কোটির বেশি স্মার্টফোনের চালান হয়েছে বলে সম্প্রতি প্রকাশিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। কোনো একক বছরে এটিই স্মার্টফোনের সর্বোচ্চ পরিমাণ চালান।
এ বিষয়ে জরিপ সংস্থা আইডিসি জানায়, গত বছর বিশ্বব্যাপী একশ’ কোটি ৪০ লাখ স্মার্টফোনের চালান হয়েছে। যা আগের বছরের তুলনায় ৩৮.৪ শতাংশ বেশি।
স্মার্টফোনের এ রেকর্ড সংখ্যক চালানে সবার ওপরে আছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাংয়ের হ্যান্ডসেট। এছাড়া দ্বিতীয় স্থানে অ্যাপল, তৃতীয় স্থানে চীনের হুয়াই, চর্তুথ স্থানে এলজি এবং পঞ্চম স্থানে লেনোভো।
বড় পর্দা ও কম মূল্যই বিশ্বব্যাপী স্মার্টফোনের চাহিদা বৃদ্ধির কারণ বলে রায়ান রেইথ নামে আইডিসি’র এক প্রোগ্রাম পরিচালক বলেন।
তবে কারণ দু’টির মধ্যে তিনি মূল্য কম হওয়ার বিষয়টিকেই গুরুত্ব দিয়েছেন। এছাড়া চীন ও ভারতে স্মার্টফোনের চাহিদা বেড়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আইডিসি’র জরিপে দেখা যায়, বাজারে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করেছে স্যামসাংয়ের হ্যান্ডসেট, ৪২. ৯ শতাংশ। এছাড়া অ্যাপল ১২.৯ শতাংশ।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪