ঢাকা: পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জঙ্গিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ছেলে বিলাওয়াল বলেছেন, তালেবানদের মতো সশস্ত্র গোষ্ঠীর হুমকির বিরুদ্ধে রাজনীতিবিদদের আরো বেশি সজাগ থাকতে হবে।
তালেবানদের উৎখাত করতে যখন পার্লামেন্টে আলোচনা চলছে ঠিক তখনই সেনা অভিযানের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করলেন পিপিপি চেয়ারম্যান। তালেবান ইস্যুতে কোনো সিদ্ধান্ত ছাড়াই সোমবার পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন শেষ হয়।
বিলাওয়াল বলেন, আলোচনা সুযোগ তৈরি করলেও আমাদেরকে সব সময় কঠোর অবস্থায় থাকতে হবে। কেবল উত্তর ওয়াজিরিস্থানে নয়, তালেবানরা এখন করাচিতেও হামলা করছে। তাই, তাদেরকে এখন পুরো পাকিস্তান থেকে নির্মূল করতে হবে।
২০ জানুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি সেনাসদর দপ্তরের পাশে এক আত্মঘাতি হামলায় ১৩ জন নিহত হয়। এর একদিন আগে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সেনা ঘাঁটিতে বোমা হামলায় ২০ সেনা নিহত হয়।
২০০৭ সালে আততায়ী হামলায় বিলাওয়ালের মা ‘ডটার অব দ্য ইস্ট’ খ্যাত বেনজির ভুট্টো নিহত হন।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১৪