কাবুল: আফগানিস্তানের শীর্ষ স্থানীয় এক সাংবাদিকের ওপর এসিড নিক্ষেপ করার পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বুধবার একজন সরকারি কর্মকর্তা জানান।
রাজনৈতিক বিষয়ে টক শো উপস্থাপক রাজ্জাক মামুন মঙ্গলবার তার কাবুলের বাড়ি থেকে বেড় হওয়ার সময় , রাজ্জাকের ওপর এসিড নিক্ষেপ করা হয়।
রাজ্জাকের মন্তব্য অনেক সময় সংখ্যাগুরু জাতিগোষ্ঠী পস্তুন, প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং তালেবান নেতাদের বিপক্ষেও চলে যায় বলে স্বরাষ্টমন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি উল্লেখ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে জানানো হয়, রাজ্জাকের মুখ ও হাতের ১০ শতাংশ জায়গা জ্বলে গেছে।
বুধবার নিরাপত্তার জন্য রাজ্জাককে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১