ওয়াশিংটন: সফররত চীনের প্রেসিডেন্ট হু জিনতাও স্বীকার করে মন্তব্য বলেছেন, মানবাধিকার বিষয়ে বেইজিংকে অনেক কিছু করতে হবে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের তিনি এ কথা বলেন।
দীর্ঘ ১৩ বছরের মধ্যে এই প্রথম চীনের কোনো প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করলেন। এরইমধ্যে দুই দেশের মধ্যে চার হাজার ৫০০ কোটি মার্কিন ডলার বাণিজ্য চুক্তি সই হয়েছে। এর মধ্যে বেইজিং এক হাজার ৯০০ কোটি ডলার সমমূল্যের বোয়িং বিমান কেনার চুক্তি রয়েছে।
চীনের মানবাধিকার রেকর্ড বিষয়ে জানতে চাওয়া হলে হু বলেন, তার দেশ ব্যাপক উন্নতি করেছে, যা বিশ্বজুড়ে স্বীকৃত।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনা করা অত্যন্ত সহজ হলেও, চলুন আমাদের জনগণ যে মূল্যবোধ বিনিময় করে তা যেন ভুলে না যায়। ’ ওবামা পারস্পরিক শ্রদ্ধা, উৎসর্গ ও পরিবারের ভালবাসার দিকে ইঙ্গিত করে এ কথা বলেন।
এ মুহূর্তে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। উভয়পক্ষই পারস্পরিক শ্রদ্ধা বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ পরাশক্তি চীনের আবির্ভাবের প্রেক্ষিতে ওবামা সুস্থ প্রতিযোগিতারও আহ্বান জানান।
ওবামা চীনের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন নিয়ে মন্তব্য করে মার্কিন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর জন্য চীনে কার্যকর ক্ষেত্র তৈরির আহ্বান জানান। তিব্বত নিয়ে দালাই লামার সঙ্গে সংলাপের আয়োজনের আশা প্রকাশ করেন।
ওবামা স্বীকার করে বলেন, চীনে ভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, যা আমেরিকার থেকেও পৃথক। তবে তিনি মানবাধিকার ইস্যু এড়িয়ে যেতে পারেন না। তিনি বলেন, ‘সার্বজনীন কয়েকটি মানবাধিকার নিয়ে আমেরিকান হিসেবে আমাদের মূল কিছু দৃষ্টিভঙ্গী রয়েছে--বাকস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, জনসভার স্বাধীনতা ইত্যাদির অধিকার জনগণের রয়েছে। আমরা মনে করি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সংস্কৃতির উর্ধ্বে। ’
ওবামা বলেন, ‘আমি প্রেসিডেন্ট হুয়ের সঙ্গে খোলাখুলি আলোচনা করেছি। ’ পরে একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওবামা ব্যক্তিগতভাবে নোবেলজয়ী লিউ জিয়াওবো নিয়ে হুয়ের কাছে উত্থাপন করেন। ২০০৯ সালে লিউকে সরকারের বিরুদ্ধে সহিংস তৎপরতার অভিযোগে কারাদ- দেওয়া হয়েছে। তবে এর উত্তরে হু কী বলেছেন তা জানা যায়নি।
হু বলেন, ‘আমরা এটাই বিশ্বাস করি, মানবাধিকার যখন সর্বজনীন মানদ-ে দেখা হবে তখন আমাদের ভিন্ন জাতীয় পরিস্থিতির কথা মাথায় রাখা উচিৎ। ’ ওয়াশিংটন পোস্ট ও এএফপি অবলম্বনে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১