ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জানুয়ারি ২২, ২০১১
আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৩

তিরানা: আলবেনিয়ার বিরাজমান রাজনৈতিক সংকট ও প্রধানমন্ত্রী স্যালি বেরিশাকে ক্ষমতাচ্যূত করতে দাবিতে রাজধানী তিরানায় শুক্রবার বিক্ষোভকারী ও আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর এফপির।


 
হাসপাতালের জরুরি বিভাগের এক কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ হয়ে নিহত তিন বিক্ষোভকারীর মৃতদেহ শহরের সামরিক হাসপাতাল স্যামি কোচেকুতে নেওয়া হয়।

তবে কারা তাদের গুলি করেছে এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ মৃতের সংখ্যা সঠিক বলতে না পারলেও হাসপাতাল সূত্রে বলা হচ্ছে সংঘর্ষে মোট ৫৫ জন আহত হয়েছে যাদের মধ্যে ২৫ জন পুলিশ অফিসার এবং ৩০ জন সাধারণ নাগরিক।

দুর্নীর্র্তি ও নির্বাচনে জালিয়াতির অভিযোগে প্রধানমন্ত্রী স্যালি বেরিশাকে ক্ষমতাচ্যূত করার দাবিতে তিরানার মেয়রের ইদি রামার নেতৃত্ব হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীতে সমবেত হলে আইনশৃঙ্খখলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং এ হতাহতের ঘটনা ঘটে।

আলবেনিয়ায় ২০০৯ সালের সাধারণ নিবার্চনের থেকে শুরু হওয়া রাজনৈতিক সংকটের জের ধরে   সরকারবিরোধীরা প্রথমবারের মতো শুক্রবারে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।