কাবুল: আফগানিস্তানের ৫০ জন তালেবান সদস্য জঙ্গি তৎপরতা ছেড়ে সরকারে যোগ দিয়েছেন। শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
রাজধানী কাবুল থেকে ৩৯০ কিলোমিটার দূরে জাউজান প্রদেশে ওই তালেবান গোষ্ঠীর সদস্যরা সরকারে যোগ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গতকাল (শুক্রবার) প্রদেশের দার্জাব জেলায় ৫০ জন সরকারবিরোধী সশস্ত্র তালেবান জঙ্গি সরকারের কার্যক্রমে যোগ দিয়েছে। ’
এতে আরও বলা হয়, সাবেক এই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর কাছে ২০টি কালাশনিকভ রাইফেল ও আটটি মোটরসাইকেল জমা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা জানুয়ারি ২২, ২০১১