ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভীমসেন যোশীর জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১
কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভীমসেন যোশীর জীবনাবসান

পুনে: ভারতের ধ্রুপদী সঙ্গীত জগতের কিংবদন্তী শিল্পী পণ্ডিত ভীমসেন যোশী সোমবার বার্ধক্যজনিত রোগে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

খবর এএফপি ও আইএএনএসের।

বিশ্বব্যাপী ভারতের ধ্রুপদী সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার অবদান অতুলনীয়। ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর পুনের হাসপাতালে যোশী মারা গেছেন।

যোশীর ডাক্তার অতুল যোশী বলেন, পুনের সহিয়াদ্রি হাসপাতালে সোমবার স্থানীয় সময় ৮টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

ঐতিহ্যবাহী হিন্দুস্তানি সঙ্গীতের আধুনিক আঙ্গিক খেয়ালের মাধ্যমে তিনি বহু দশক ধরে সুনাম কুড়িয়েছেন। এছাড়া তিনি ভজন ও আভাং গেয়ে সমধিক পরিচিতি পান।

২০০৮ সালে তিনি ভারতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘ভারত রত্ন’ লাভ করেন।

ভারতের প্রেসিডেন্ট প্রতিভা পাতিল শোক প্রকাশ করে বলেন, ‘তার মৃত্যুতে এ দেশ মহান একজন ব্যক্তিত্বকে হারাল। তিনি ছিলেন কণ্ঠসঙ্গীতের পুরোধা। ’

১৯৯৯ সালে মস্তিষ্কের টিউমার সরানোর তার একটি অস্ত্রোপচার করা হয়। ২০০৫-এ মেরুদণ্ডে আরেকটি অস্ত্রোপচার করা হয়।

২০০৭ সালে সর্বশেষ তিনি জনসম্মুখে সঙ্গীত উপস্থাপন করেন। ১৯২২ সালের ৪ ফেব্রুয়ারি ভীমসেন যোশীর জন্ম।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।