ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রেড স্কয়ার থেকে লেনিনের সমাধি সরানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, জানুয়ারি ২২, ২০১১
রেড স্কয়ার থেকে লেনিনের সমাধি সরানোর পরিকল্পনা

মস্কো: মস্কোর রেড স্কয়ার থেকে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের মহান নেতা ভ্লাদিমির লেনিনের সমাধি সরিয়ে ফেলার পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী পুতিনের দল। খবর মস্কো নিউজের।



গত শুক্রবার (২১ জানুয়ারি) ছিল লেনিনের মৃত্যুবার্ষিকী। আর এমন সময়ই ইউনাইটেড রাশিয়া দলের নেতা ভ্লাদিমির মেদিন এ প্রস্তাব দিয়েছেন। দলটির নেতারা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

মেদিন বলেন, শহরে লেনিনের সমাধি রাখা ‘ধর্মীয় অবমাননা ও শয়তানি’ তৎপরতার শামিল। তিনি বলেন, লেনিনের মতো বিতর্কিত একজন ব্যক্তিত্বকে পূজা করা ‘চরম হাস্যকর’। রক কনসার্ট বা এরকম অনুষ্ঠানের জন্য যে জায়গা প্রয়োজন হয় তার চেয়েও বেশি জায়গা দখল করে আছে লেনিনের সমাধি। এটা ঠিক না বলেও তিনি মন্তব্য করেন।

কমিউনিস্ট নেতা গেনাদি জিউগানভ এটা প্রত্যাখ্যান করে বলেন, এটা একটি রাজনৈতিক উস্কানিমূলক ভাবনা। এক্ষেত্রে কমিউনিস্ট পার্টি অব লেনিনগ্রাদ রেজিয়ন আরও বেশি কঠোর অবস্থান নিয়েছে। এর নেতা সের্গেই অভিনিসিয়ান বলেন, যারা লেনিনের সমাধির উচ্ছেদ চাচ্ছে তারা তার মহত্ব সম্পর্কে বুঝতে অসমর্থ।

তবে ক্রেমলিনের একজন কর্মকর্তা বলেন, ধীরে ধীরে রেড স্কয়ার থেকে সোভিয়েত নায়কদের সমাধি অন্যত্র সরিয়ে ফেলা হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।