নিপ্রোপেট্রোভস্ক: ইউক্রেনের একটি কুমির দর্শনার্থীর হাতের মোবাইল ফোন গিলে ফেলে পড়েছে বিপাকে। এখন সে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে।
জেনা নামের ওই কুমিরটির ছবি তোলার সময় সে দর্শনার্থীর মোবাইল খেয়ে ফেলে। ওই দর্শনার্থী তার ছবি তোলার চেষ্টা করছিল। ঘটনাটি গত ডিসেম্বরের। এরপর জেনার পেটের ভেতর থেকেই মোবাইলের রিং টোন শোনা গেছে বেশ কয়েক দিন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোপেট্রোভস্কের একটি অ্যাকুরিয়ামের প্রতিনিধি এডুয়ার্ড মানকিয়ান বলেন, দিন দিন জেনার অবস্থা খারাপ হচ্ছে। তবে ফোনটি বের করতে অপারেশনের কাজটি খুব ঝুঁকিপূর্ণ হবে বলে কর্মকর্তারা মন্তব্য করেছেন।
মানকিয়ান বলেন, ‘সে চারপাশে ঘোরাফেরা করছে। পানিতে যাচ্ছে, তবে এক মাস ধরে কিছু খেতে পারছে না। ’ পেটের নাড়িভুড়ির নড়াচড়া সহজ করতে চিকিৎসকরা তাকে ওষুধ, ভিটামিন দিলেও সে ভয়ে তা নিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা এখন পানি ও বাতাস গরম করার চেষ্টা করব যাতে তাড়াতাড়ি তার হজম হয়। ’
বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১