আম্মান: পরমাণু আলোচনা ব্যর্থ হওয়ার জন্য সম্পূর্ণভাবে ইরানকেই দোষারোপ করলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মিশেল অ্যালিও-ম্যারি। ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে শনিবার তিনি এ মন্তব্য করেন।
ইসলামিক রিপাবলিক (ইরান) আলোচনার ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু পূর্ব শর্ত জুড়ে দেওয়ার কারণেই এ আলোচনা ব্যর্থ হয় বলে আম্মানে সাংবাদিকদের অ্যালিও-ম্যারি জানান। তুরস্কের রাজধানী ইস্তান্বুলে শুক্রবার ও শনিবার এ আলোচনা অনুষ্ঠিত হয়।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরানের দাবির মধ্যে ছিলো অবরোধ তুলে নেওয়া ও ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার দেওয়া। আর এসব শর্তই আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে। ’
তিনি বলেন, ‘ইরানের অসহযোগিতার কারণে দেশটির পরমাণু কর্মসূচি পুরোপুরি বেসামরিক ও শান্তিপূর্ণ বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন অনুমোদন দিতে পারছে না। ’
তবে এখনও কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়া সম্ভব বলেও আশ্বাস দেন তিনি। কিন্তু ইরানের ওপর এখন আরও কঠোর অবরোধ আরোপ করা হতে পারে বলেও অ্যালিও-ম্যারি সতর্ক করে দেন।
এর আগে পরমাণু কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের প্রস্তাব নাকচ করায় চার দফা জাতিসংঘের অবরোধের মুখোমুখি হয় ইরান।
সংবাদ সম্মেলনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী জুদেহর বলেন, ‘একমাত্র কূটনৈতিক উপায়ে এ সমস্যার সমাধান সম্ভব। বিশ্বের প্রতিটি দেশেরই শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানোর অধিকার রয়েছে। ’
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্তে অটল থাকায় বিশ্ব শক্তি দেশটির পরমাণু কর্মসূচি আরও সহজ করার বিষয়ে রাজি করাতে ব্যর্থ হয়। ফলে কোনো অগ্রগতি ছাড়াই ইস্তান্বুলের দুদিনের এ আলোচনা ব্যর্থ হয় এবং আলোচনার পরবর্তী কোনো তারিখও নির্ধারিত হয়নি।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১