কাবুল: সম্ভাব্য সাংবিধানিক সংকট মোকাবিলায় আফগানিস্তানের বিদ্রোহী আইনজীবীদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। শনিবার দেশটির আইনপ্রণেতারা এ তথ্য জানিয়েছেন।
পার্লামেন্ট সদস্য গুল পাচা মাজিদি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘কাবুলে কারজাইয়ের সঙ্গে কয়েক ঘণ্টা আলোচনার পর ৩৫ জন আইনপ্রণেতার একটি দল এই চুক্তিতে পৌঁছান। ’
চুক্তি অনুযায়ী আগামী বুধবার নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। একইসঙ্গে রোববার আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
অপর এক আইনপ্রণেতা শুকরিয়া বারেকজাই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সংকট সমাধানে সুপ্রিম কোর্র্টও আমাদের সঙ্গে কাজ করবেন। ’ তবে কারজাইয়ের কার্যালয় থেকে চুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে কারজাইকে ছাড়াই রোববার পার্লামেন্ট শুরু করা হবে বলে আইনপ্রণেতারা হুমকি দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১