ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় ৪ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

মিরানশাহ: যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় রোববার পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চল উত্তর ওয়াজিরস্তানে কমপক্ষে চারজন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।



মিরানশাহর ইন্টেলিজেন্স কর্মকর্তা এএফপিকে জানায়, ‘একটি বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়ির ওপর চালকবিহীন একটি বিমান আকস্মিকভাবে হামলা করলে চার জঙ্গি নিহত হয়। ’

অপর আরেকজন কর্মকর্তা জানায়, বিমান থেকে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তিনি আরও বলেন, নাম না জানা আকাশযানটি উত্তর ওয়াজিরস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে দত্তখেল এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

আফগান সীমান্তের কাছে এ অঞ্চলটি তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানের একটি অন্যতম ক্ষেত্র।

এদিকে, যুক্তরাষ্ট্র এই হামলার বিষয়ে নিশ্চিত করে কিছু না বললেও এর সামরিক এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) আফগানিস্তানের পাশাপাশি এইসব অঞ্চলেও ছড়িয়ে আছে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।