ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোনো সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত সিরিয়া আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
কোনো সিদ্ধান্ত ছাড়াই সমাপ্ত সিরিয়া আলোচনা

ঢাকা: কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সিরিয়া বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত প্রথম দফা শান্তি আলোচনা।

সপ্তাহব্যাপী আলোচনার শেষ দিন শুক্রবারও সিরিয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিশ্ব নেতারা।

সিরিয়া ইস্যুতে আগামী ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা আলোচনায় বসবেন তারা।

জেনেভা বৈঠকে, সরকার ও বিদ্রোহী গ্রুপের মধ্যে দেশটির চলমান মানবাধিকার ইস্যু এবং ভবিষ্যত রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

তবে, শান্তি আলোচনা নিয়ে ধীর গতি থাকলেও সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত লাখদার ব্রাহিমি এ নিয়ে যথেষ্ট আশাবাদী।

তিনি মনে করেন, এই আলোচনা দুই পক্ষের মধ্যে সম্পর্কের একটি ভিত তৈরি করবে।

তিনি সাংবাদিকদের বলেন, আমি আশাবাদী পরবর্তী সেশনে আমরা যখন আবার মিলিত হবো, তখন আরো গঠনমূলক আলোচনা করতে সমর্থ হবো।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার ও বিদ্রোহীদের মধ্যে ২০১১ সালের মার্চ থেকে সহিংসতা চলছে।

জাতিসংঘের তথ্য মতে, দেশটিতে সহিংসতায় এ পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার লোক নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।