ঢাকা: ইউক্রেনের চলমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে পশ্চিমাদের সাহায্য চেয়েছেন দেশটির বিরোধী দল। সিনিয়র বিরোধী দল নেতা আরসেনিয়া জুতসেনউক শুক্রবার এক ভাষণে বলেন, রাজনৈতিক সংকট কাটাতে হলে পশ্চিমাদের সমর্থন দরকার।
তিনি দ্বিতীয় বিশ্ব যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের দুটি সাহায্য কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ইউক্রেনে একটি ‘মার্শাল প্লান’ দরকার, ‘মার্শাল ল’ নয়।
জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনের ফাঁকে বিদেশি নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জুতসেনউক। শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে জুতসেনউকের সাক্ষাতের কথা রয়েছে।
গত বছরের নভেম্বর থেকে ইউক্রেনে অস্থিরতা চলছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচের এক বাণিজ্য চুক্তি বাতিলের প্রতিবাদে বিক্ষোভের শুরু। আন্দোলনকারীরা বলছেন, প্রেসিডেন্ট রাশিয়ার প্রভাবে ইইউ সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছে।
বাংলাদেশ সময়:১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪