ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যে দেশে বুকের দুধ খাওয়ানো বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
যে দেশে বুকের দুধ খাওয়ানো বাধ্যতামূলক

ঢাকা: আইন করে বাচ্চাদের মায়ের বুকের দুধ খাওয়ানো বাধ্যতামূলক করেছে সংযুক্ত আরব আমিরাত। গত মঙ্গলবার দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিলে (এফএনসি) দীর্ঘ বিতর্কের পর এ সম্পর্কিত একটি ধারা পাস হয়েছে।



শিশু অধিকার রক্ষায় নতুন এ আইনটি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আইন প্রণেতারা। এর মাধ্যমে প্রথম দেশ হিসেবে শিশুদের মায়ের দুধ খাওয়ানো বাধ্যতামূলক করল মধ্যপ্রাচ্যের দেশটি।

দেশটির সমাজকল্যান মন্ত্রী মরিয়ম আল রুমি বলেন, যদি কোনো স্ত্রী তার বাচ্চাদের দুধ খাওয়াতে না চান তাহলে স্বামী এখন থেকে আদালতে অভিযোগ করতে পারবেন। তবে নারীদের বাধ্য করা হলে এই আইন বোঝা হয়ে দাঁড়াতে পারে বলে তিনি মন্তব্য করেন।

আইন অনুযায়ী, নতুন যারা মা হয়েছেন তাদের কমপক্ষে দুই বছর বাচ্চাদের দুধ খাওয়াতে হবে। তবে যেসব মায়েরা স্বাস্থ্যগত কারণে বাচ্চাদের দুধ খাওয়াতে অক্ষম তাদের কথা ভিন্ন।

আইনে বলা হয়েছে, ওইসব মায়েদের জন্য সরকার নার্স সরবরাহ করবে। তবে বাচ্চাদের দুধ খাওয়ানোর সক্ষমতা কিভাবে নির্ধারণ করা হবে আইনে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

গবেষকরা মায়ের দুধের বহুবিধ উপকারিতার কথা দীর্ঘদিন ধরেই বলছেন। আইন প্রণেতারা বলেন, ইসলামের বিধান অনুযায়ী সন্তানদের মায়ের দুধ পান করা অধিকার।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।