ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে সরকারপন্থী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্ফোরণ ও গুলিতে কমপক্ষে তিনজন আগত হয়েছে।
সরকারবিরোধীদের প্রত্যাখ্যান সত্ত্বেও নির্বাচন করছে ইংলাক সিনাওয়াত্রার সরকার। কোনোভাবে নির্বাচন হতে না দেওয়ার প্রত্যয়ে রাস্তায় নেমেছেন সরকারবিরোধীরা।
দন মুয়াং বিমানবন্দর ও ইংলাকের দল পুয়ে থাই পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত লাকসি এলাকায় বন্দুকের গুলিতে একজন ও বিস্ফোরণে দুজন আহত হয়েছে।
বিরোধীদের অবরুদ্ধ করে রাখা একটি ভবনে সরকারি কর্মকর্তারা ব্যালেট বাক্স নিয়ে ঢুকলে সরকারপন্থীদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ বাধে।
শনিবারের সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ যোগ দেন। অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন না করার পরামর্শ সত্ত্বেও নির্বাচন করতে অনড় ইংলাক সিনাওয়াত্রা।
সাবেক মন্ত্রী সুথেপ থাউগসুবান ইংলাকের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচন বাতিল করতে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধের ডাক দিয়েছেন তিনি। তবে তিনি এও বলেছেন, জনগণকে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেবেন না তারা।
শুক্রবার তিনি বলেছেন, লোকজন (বিক্ষোভকারীরা) ভোট কেন্দ্রের ধারের কাছে থাকবে না। কিন্তু তারা রাস্তা অবরোধ করে রাখবেন। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবেন। আমরা এমন কিছু করব না যা জনগণের ভোট দানে বাধার সৃষ্টি করে।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪