ঢাকা: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় দ্বীপ সুমাত্রায় একটি পাহাড়ে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ১১ জন নিহত হয়েছে। এছাড়া আরও বেশ কিছু লোক দগ্ধ হয়েছে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সুমাত্রার সিনাবাং পর্বতের ওই আগ্নেয়গিরি থেকে এ অগ্ন্যুৎপাত ঘটে।
দেশটির জরুরি উদ্ধার কর্তৃপক্ষের গণসংযোগ বিভাগের পরিচালক সুতোপো পুরবো নুগ্রোহো জানিয়েছেন, নিহতদের মধ্যে ওই এলাকায় বেড়াতে যাওয়া বেশ কয়েকজন শিশুও ছিল।
প্রায় তিন বছর ধরে ঘুমিয়ে থাকার পর গত সেপ্টেম্বরে ফের উত্তপ্ত হয়ে ওঠে সানাবাংয়ের আগ্নেয়গিরিটি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অগ্ন্যুৎপাতের কারণে ওই এলাকা থেকে হাজার হাজার লোক নিরাপদ আশ্রয়ে সরে গেছে।
শুক্রবারই অগ্ন্যুৎপাতের ইঙ্গিত সংকেত পেয়ে ওই এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে কাউকে থাকতে দেয়নি জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
২০১০ সালের আগে প্রায় ৪০০ বছর ধরে ঘুমন্ত ছিলো মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি। তবে এখন ১২৯টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে উত্তপ্ত রয়েছে সিনাবাংয়ের এই আগ্নেয়গিরিও।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।