ঢাকা: চীনের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ লিয়াওনিংয়ের একটি উদ্যানে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন এক প্রেমিক! প্রেমিকার সঙ্গে ভুল করার অপরাধ স্বীকার করে পুরো পর্বতের সিঁড়িগুলোতে তিনি লিখে দিয়েছেন ‘প্রিয়া, আমি ভুল করেছি, ক্ষমা চাইছি!’
লিয়াওনিংয়ের ‘পিং ডিং মাউন্টেইন ফরেস্ট পার্কে’ ঘুরতে যাওয়া মোবাইল-ক্যামেরাবাহক পর্যটকরা প্রেমিকের সেই বিস্ময়কর কাণ্ডের ছবিগুলো তুলে ছেড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ সাইটগুলোতে।
আর ছবির কমেন্টে টিপ্পনী কাটার সঙ্গে সঙ্গে অনেকে কৌতুহলী প্রশ্নও করেন ‘কী এমন ভুল করেছেন সেই প্রেমিক!’
কয়েকজন পর্যটক বলেছেন, ওই পাহাড়ের অন্তত ৩০০ সিঁড়িতে এভাবে ক্ষমা প্রার্থনাসূচক বাক্যটি লিখেছেন ওই প্রেমিক! তবে, অনেকে আবার দ্বিমতও পোষণ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের লিউ নামে এক ব্যবহারকারী ছবি পোস্ট করে জানান, এমন লেখা পুরো পাহাড়জুড়ে দেখা গেছে, এটা অগণিত। বেনশি শহরের কাছে একদিন আগে পর্বতের সিঁড়ি বেয়ে ওঠার সময়ও তিনি এ লেখা দেখেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ক’দিন আগে ভোরবেলা এক তরুণকে পর্যটন পর্বতের সিঁড়িতে এভাবে লিখতে দেখেছেন তারা।
কিন্তু কেন এভাবে এ ধরনের লেখা হচ্ছে জানতে চাওয়ারই সুযোগ পাননি তারা।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪