ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে খরায় তীব্র পানি সংকট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৪
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে খরায় তীব্র পানি সংকট

ঢাকা: যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে খরায় পানির চরম সংকট দেখা গিয়েছে। সংরিক্ষত পানি ফুরিয়ে যাওয়ায় সরকারিভাবে পানি সরবরাহ সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।



কৃষকরা জমিতে চাষ দিতে পারছেন না। আশঙ্কা করা হচ্ছে, এবারের ক্যালিফোর্নিয়ার এ খরা অতীতের সব রেকর্ডকে ভেঙে ফেলবে।

সবচেয়ে বড় জলাধারের পানি রেকর্ড পরিমাণভাবে নিচে নেমে যাওয়ায় গত মাসে ক্যালিফোর্নিয়ায় খরার ঘোষণা দেওয়া হয়।

আবহাওয়াবিদদের  আশঙ্কা, ২০১৪ সালের খরা রেকর্ড করবে। খরার তীব্র তাপে এরইমধ্যে দাবানলে লস অ্যাঞ্জেলসের অনেক বাড়িঘর পুড়ে গেছে। এর আগে ২০০৩ ও ২০০৭ সালে খরার কারণে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছিল।

শুক্রবার রাজ্যের পানি সরবরাহ কর্তৃপক্ষ জানায়, তাদের জমা পানি ফুরিয়ে গেছে। তারা স্থানীয় পানি সরবরাহকারী এজেন্সিগুলোকে আর পানি দিতে পারছেন না।

৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘোষণা দিল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য পানি সরবরাহ কর্তৃপক্ষ স্টেট ওয়াটার প্রজেক্ট। রাজ্যের দুই তৃতীয়াংশ বাসিন্দা খাবারসহ অন্যান্য কাজের জন্য স্টেট ওয়াটার প্রজেক্ট থেকে পানি পেতেন। স্টেট ওয়াটার প্রজেক্টের দেওয়া পানিতে ১০ লাখ একর জমিতে সেচ দেওয়া হতো।

রাজ্যের বিভিন্ন স্থানে জরুরি অবস্থা জারির চিন্তাভাবনা করছে অঙ্গরাজ্য সরকার। কর্মকর্তারা জানিয়েছেন, চরম সংকটে থাকা স্থানগুলোতে অন্যস্থান থেকে ট্রাকে করে পানি সরবরাহ করা হবে। পানির সংকট মেঠাতে অতিরিক্ত কুয়া খননের কথা বলেছেন তারা।

এ সংকট মুহূর্তে রাজ্যবাসীকে কমপক্ষে ২০ শতাংশ পানির ব্যবহার কমাতে বলা হয়েছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সের অধ্যাপক বি. লি ইনগ্রাম বলেছেন, আমরা ৫০০ বছরের সবচেয়ে খারাপ খরার মুখোমুখি হতে যাচ্ছি।

নেভাদার কৃষকরা বলছেন, তারা চারা রোপণ ছেড়ে দিয়েছে। অন্যদিকে নদার্ন ক্যালিফোর্নিয়া ও নিউ মেক্সিকোর গোচারণ খামারিরা বলছেন, গোচারণ ভূমিতে চাষ দিতে না পারায় গবাদিপশ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। চার ফুট উঁচু ঘাষের জমিগুলো পানির অভাবে বাদামি রং হয়ে গেছে এবং ঘাস কুকড়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার খামার মালিক ৪৬ বছর বয়সী ড্যান ম্যাকন বলেছেন, তিনি আগে কখনও এতো খারাপ পরিস্থিতি দেখেন নি। পানির অভাবে চাষের জন্য অধিকাংশ জমিতে তারা হাত দিতে পারেননি।

অকল্যান্ডের প্রযোজক জ্যাক ব্যাটারসবি বলেন, ‘আমার স্ত্রী ও আমি বাগান করতে পছন্দ করি। দুঃখিত, গাছপালা। এই শীতে তোমরা পানের জন্য কিছুই পাবে না। ’

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী টম ভিলস্যাক বলেছেন, কৃষকদের ভোগান্তি  কমানোর চেষ্টা করছে তার দফতর। তারা পশুর খাদ্যে ভর্তুকি দিচ্ছেন।

ক্যালিফোর্নিয়ার খরায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশের পশ্চিমাঞ্চলের জন্য সতর্ক সংকেত হিসেবে দেখছেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।