ঢাকা: শান্তি আলোচনার জন্য পাকিস্তান সরকারের চার সদস্য বিশিষ্ট কমিটিতে ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানকে অন্তর্ভূক্তের আহ্বান জানিয়েছে তালেবান। কিন্তু তালেবানদের প্রস্তাব আপাতত নাকচ করে দিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান।
ইমরান খান জানিয়েছেন, তালেবানের উচিত নিজেদের ভেতর থেকে তাদের প্রতিনিধি নির্বাচন করা।
এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে যে চার সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে তার।
তিনি আরও বলেন, তালেবানের সঙ্গে সরকারের প্রস্তাবিত আলোচনায় তার দল কীভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য দলের কোর কমিটি সোমবার বৈঠকে বসবে।
এদিকে, পিটিআইয়ের তথ্য সচিব ড. শিরিন মাজারি বলেছেন, সরকারি শান্তি কমিটির সদস্য হতে পিটিআইয়ের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
ইমরান ছাড়াও প্রাক্তন আইএসআই কর্মকর্তা মেজর মুহম্মদ আমির, জামায়াত-ই-ইসলাম নেতা সিরাজুল হক ও মুহাম্মদ ইব্রাহিম, জামিয়াত উলেমা-ই-ইসলাম-এফ’এর মুফতি কিফাইতুল্লা ও লাল মসজিদের মৌলবি আবদুল আজিজকেও শান্তি কমিটির সদস্য করার দাবি জানিয়েছে টিটিপি।
*শান্তি আলোচনা কমিটিতে ইমরানকে চায় তালেবান
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪