ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারবিরোধী ছাত্রবিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

সানা: সরকারকে ক্ষমতায় রাখা না রাখা নিয়ে ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র রোববার বিক্ষোভে নেমেছে। এরই মধ্যে ছাত্রদের একটি গ্রুপ সরকারের পক্ষে, আরেকটি গ্রুপ বিপক্ষে অবস্থান নিয়েছে।

খবর এএফপির।

একদল চাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতায় থাকবেন আর অন্যদল চাচ্ছে তিনি পদত্যাগ করবেন।

চলতি বছরের ১৪ জানুয়ারি তিউনিসিয়ার প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি পদত্যাগ করতে বাধ্য হওয়ার পর থেকেই ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহকে তার কয়েক দশকের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য বিক্ষোভ করে আসছে।

শিক্ষার্থীদের একটি ব্যানারে দেখা যায় সেখানে লেখা ছিল, ‘কোনো উত্তরাধিকার সূত্রে নয়, সহিংসতার জন্যও নয়। আমরা ‘জেসমিন বিপ্লব’ থেকে শিক্ষাগ্রহণ করেছি। ’ সালেহ ২০০৬ এর সেপ্টেম্বরে সাত বছরের জন্য পুননির্বাচিত হন।

এদিকে, বিরোধী দলের অমত সত্ত্বেও সালেহকে আজীবন ক্ষমতা দিতে সংবিধান সংশোধন করা হচ্ছে।

এই প্রেক্ষিতেই কিছু শিক্ষার্থী সালেহর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে আর অন্যরা তার দলের সঙ্গে এক হয়ে দাবি করছে, তিনি ক্ষমতা ধরে রাখবেন ও এপ্রিলে সংসদীয় নির্বাচন করবেন।

সালেহ গত বছরের ডিসেম্বরে জানান, যে কোনো বিরোধী দল অংশগ্রহণ করুক বা না করুক এপ্রিলে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।