নয়াদিল্লি: মাওবাদী বিদ্রোহীদের সাহায্য করার অভিযোগে ভারতীয় ডাক্তার ও মানবাধিকার বিনায়েক সেনকে যাবজ্জীবন কারাদ- দেওয়ার আপিলের শুনানি পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন (ইউ) তাদের কূটনৈতিকদের দিল্লিতে পাঠাচ্ছে। দিল্লিতে অবস্থানরত জার্মান দূতাবাস রোববার এ তথ্য জানায়।
এই দূতাবাসের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয় আপিল পর্যবেক্ষণ করতে দিল্লিতে বেলজিয়াম, ফ্রান্স, হাঙ্গেরি, যুক্তরাজ্য এবং ইউ-এর প্রতিনিধিদের পাঠাবে। ’
ছত্তিশগড়ের বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল বিলাসপুরে সোমবার আপিলের এই শুনানি অনুষ্ঠিত হবে। এখানে ২০০৭ সালে শিশু চিকিৎসক এবং মানবাধিকার কর্মী বিনায়েক সেনকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গত বছর বড়দিনের উৎসবের আগের দিন তাকে এই অপরাধের প্রেক্ষিতে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। যদিও সেন বলে আসছেন যে তিনি নিরপরাধ। তিনি মূলত ছত্রিশগড়ে আদিবাসী অঞ্চলে কিনিক পরিচালনা এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিতেন।
ডাক্তার সেনকে কারাদ- দেওয়ার একদিন পরে বিভিন্ন আন্তর্জাতিক এবং মানবাধিকার সংস্থাগুলো আদালতের এই রায়ের নিন্দা জানান। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল একে ‘বিবেকের কারাবাস’ বলে উল্লেখ করে।
এদিকে ইউ বলছে, শুনানিতে অংশগ্রহণ নেওয়া বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের সহায়তা দেয়ারই একটি অংশ। এখানে আরও বলা হয়, ‘মামলার রায় সুশীল সমাজে বড় ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। ’
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১১